বরিশাল: বরিশাল বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের ২২ দফা দাবির মধ্যে অন্যতম দাবি ছিল বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে অনতিলম্বে সকল প্রকার রাজনীতি থেকে নিজেকে সরিয়ে নিতে হবে। তারই ধারাবাহিকতায় আজ উনিশে আগস্ট বরিশাল বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপাচার্য অধ্যাপক বদরুজ্জামান ভূঁইয়া নিজেকে সকল ধরনের রাজনীতি থেকে সরিয়ে নিয়েছেন। বিষয়টি লিখিতভাবে প্রকাশ করা হয়েছে।
উল্লেখ্য, বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) সব ধরনের রাজনৈতিক ও সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। এর আওতায় ছাত্র রাজনীতি ছাড়াও কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে কোনো পেশাজীবী সংগঠনের কার্যক্রম থাকবে না ক্যাম্পাসে। একই সঙ্গে সোমবার থেকে ববির শিক্ষা কার্যক্রম শুরু হবে। রোববার বিশ্ববিদ্যালয়ের ৮৫তম সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
আপনার মতামত লিখুন :