জাবি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ফার্মেসি বিভাগের শিক্ষার্থী সাইফুল ইসলামকে গ্রেপ্তারের প্রতিবাদে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। মঙ্গলবার (১লা অক্টোবর) বিকেল ৪ টায় কেন্দ্রীয় শহীদ মিনারে মানববন্ধন করেছে ফার্মেসী বিভাগের শিক্ষার্থীরা।
মানববন্ধনে ফার্মেসী বিভাগের ৫২ ব্যাচের শিক্ষার্থী নাজিফা তাহমিন বলেন, শামীম মোল্লা হত্যার ঘটনায় জড়িত সাইফুল ১ম বর্ষের শিক্ষার্থী, সে ক্যাম্পাসের ভিতরে এবং বাহিরে কোনো রাজনীতির সংগে জড়িত ছিল না। সে ঘটনার দিন তার ব্যাক্তিগত কাজের জন্য প্রক্টর অফিসে যায় এবং তখন সেখানে সে সমগম দেখতে পায়, তখন অনিচ্ছাকৃতভাবে তার ফুটেজ চলে আসে। আমরা চাই সুষ্ঠু তদন্তের মাধ্যমে যেন অপরাধের মাত্রা অনুযায়ী সবার বিচার নিশ্চিত করা হয়
ফার্মেসী বিভাগের শিক্ষার্থী মাহফুজুর রহমান শুভ বলেন, সাইফুল সেদিন ব্যাক্তিগত কাজের জন্য প্রক্টর অফিসে গিয়েছিল এবং কৌতুহল বশত সে ওখামে জড়িয়ে পড়ে। মারধরের ঘটনা সম্পর্কে সে আগে থেকে অবগত ছিল না। তাই আমরা চাই সুষ্ট তদন্ত সাপেক্ষে অপরাধের মাত্রা অনুযায়ী বিচার নিশ্চিত করা।
আপনার মতামত লিখুন :