বুধবার, ০২ জুলাই, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


জাবি প্রতিনিধি

প্রকাশিত: অক্টোবর ৮, ২০২৪, ০৭:৪৩ পিএম

নতুন ভবন পাচ্ছে জাবির বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগ

জাবি প্রতিনিধি

প্রকাশিত: অক্টোবর ৮, ২০২৪, ০৭:৪৩ পিএম

ছবি: রূপালী বাংলাদেশ

ছবি: রূপালী বাংলাদেশ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) মাইক্রোবায়োলজি বিভাগ ভবনের দ্বিতীয় তলায় বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের জন্য নির্ধারিত ফ্লোরের নির্মাণকাজ শেষ হয়েছে। বিভাগটি শীঘ্রই নতুন ভবনে শিক্ষা কার্যক্রম চালু করতে পারবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

মঙ্গলবার (০৮ অক্টোবর) বিশ্ববিদ্যালয় প্রশাসন আনুষ্ঠানিকভাবে বিভাগীয় কর্তৃপক্ষের হাতে নতুন ভবনের নির্ধারিত ফ্লোরের চাবি হস্তান্তর করে। এসময় উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষা-গবেষণায় এ বিভাগের অবদান কর্তৃপক্ষ স্মরণ করে। অবকাঠামোগত উন্নয়নের দিক থেকে নতুন ভবনে তাদের অফিস, আধুনিক ল্যাব এবং শ্রেণি কক্ষ শিক্ষার গুণগত মান উন্নয়নে ভূমিকা রাখবে।

উপাচার্য আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের সম্পদের সীমাবদ্ধতা আছে। অনেক বিভাগের চাহিদা অনুযায়ী তাদের বরাদ্দ দেওয়াও সম্ভব হচ্ছে না। এর পরেও বিভিন্ন বিভাগ ও শিক্ষকরা বিচক্ষণতার পরিচয় দিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে সহযোগিতা করছেন। ভবন নির্মাণের ক্ষেত্রে আগের ভুলগুলোর পুনরাবৃত্তি যাতে না হয়, সেজন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনসহ সংশ্লিষ্ট সকলকে সতর্কতা অবলম্বন করতে হবে।

নতুন ভবনের চাবি হস্তান্তরকালে উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মোহাম্মদ মাহফুজুর রহমান, উপাচার্য (প্রশাসন) অধ্যাপক সোহেল আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক মো. আবদুর রব সহ বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী এবং সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সভাপতি অধ্যাপক মো. রেজাউল করিম।

আরবি/এফআই

Shera Lather
Link copied!