ঢাকা: রাজধানীর হাজারীবাগের গণকটুলিতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে মোহাম্মদ ইমন (২২) নামে যুবদলের এক সদস্য নিহত হয়েছে।
শুক্রবার রাতের দিকে গণকটুলির প্রাথমিক বিদ্যালয়ের সামনে এই ঘটনা ঘটে। নিহত ইমন হাজারীবাগ গণকটুলির মো. ইউসুফ মিয়ার ছেলে। তিনি স্থানীয় যুবদল নেতা বলে দাবি করেছে পরিবার। রাত সাড়ে ৯টার দিকে মুমূর্ষু অবস্থায় ইমনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।
নিহতের বাবা ইউসুফ মিয়া জানান, ‘আমার ছেলে ইমন নেসলে কোম্পানিতে চাকরি করত। পাশাপাশি হাজারীবাগের ২২ নম্বর ওয়ার্ড যুবদলের সদস্য ছিল। শুক্রবার সন্ধ্যার পর স্থানীয় সন্ত্রাসী সাঞ্জুর সঙ্গে কথা কাটাকাটি হয় ইমনের। এক পর্যায়ে সন্ত্রাসী সাঞ্জু ক্ষিপ্ত হয়ে ইমনের বুকে ধারালো ছুরি দিয়ে আঘাত করে পালিয়ে যায়। খবর পেয়ে মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে দায়িত্বরত চিকিৎসক জানান, আমার ছেলে আর বেঁচে নেই।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘মরদেহ ময়না তদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।’
আপনার মতামত লিখুন :