ঢাকা শুক্রবার, ০১ আগস্ট, ২০২৫

রাজধানীর বিমানবন্দর থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: সেপ্টেম্বর ২৪, ২০২৪, ১২:৩০ পিএম
ছবি: সংগৃহীত

রাজধানীর বিমানবন্দর কাওলা রেলগেট এলাকা থেকে অজ্ঞাতপরিচয় (১৮) এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। কীভাবে তার মৃত্যু হয়েছে সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) এ বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ।

এর আগে সোমবার (২৩ সেপ্টেম্বর) রাত ১২টার দিকে পথচারীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ  হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তাকে হাসপাতালে নিয়ে আসা পথচারী মেহেদী হাসান জানান, রাত সাড়ে ১০টার দিকে কাওলা রেলগেট দিয়ে যাওয়ার সময় তিনি রেলগেটে রেললাইনের পাশে ওই যুবককে পড়ে থাকতে দেখেন। ভিড় করে অনেকে দাঁড়িয়ে ছিল। সেখান থেকে তাকে ওপরে তুলে দেখেন তার মাথার পেছনে আঘাত রয়েছে। পরে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান।সেখান থেকে মধ্যরাতে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে তাকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, ওই যুবক ভবঘুরে প্রকৃতির। স্থানীয় কেউ তার নাম-পরিচয় জানাতে পারেনি এবং কীভাবে তিনি মারা গেছেন সেটিও জানা যায়নি। ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক জানান, ওই যুবকের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।