চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় ট্রেনে কাটা পড়ে হাসান (৩৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাত ১০টার দিকে উপজেলার চুনতি হাফেজিয়া মাদ্রাসার উত্তরে রেলক্রসিং অতিক্রম করার সময় এই দুর্ঘটনা ঘটে।
নিহত হাসান চুনতি ইউনিয়নের পশ্চিম চুনতি হাদুর পাহাড় এলাকার বাসিন্দা সৈয়দ আহমেদের ছেলে।
স্থানীয় ইউপি সদস্য মনিরুল মাবুদ রয়েল জানান, রাত সাড়ে ১০টার দিকে স্থানীয়রা রেললাইনের মাঝখানে হাসানের লাশ দেখতে পান।
ট্রেনের ধাক্কায় তার দেহের অংশ বিভিন্ন দিকে ছিটকে পড়েছিল।
লোহাগাড়া রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাস্টার মো. লোকমান বলেন, আমরা ঘটনাটি শুনেছি।
কক্সবাজার থেকে ছেড়ে আসা সৈকত এক্সপ্রেস ট্রেনটি রাত ১০টার দিকে চট্টগ্রামের দিকে যাচ্ছিল। ধারণা করা হচ্ছে, ওই ট্রেনেই কাটা পড়ে যুবকটির মৃত্যু হয়েছে।