বিশ্বের সবচেয়ে দূষিত শহরগুলোর মধ্যে একটি ঢাকা। প্রায়ই এই শহরের বায়ুদূষণের মাত্রা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে যায়। গত কয়েকদিনের মতো আজও ঢাকা বায়ু ‘অস্বাস্থ্যকর’ অবস্থায় রয়েছে। আইকিউএয়ারের মানসূচকে ঢাকার বায়ুর মান ১৮৬ নিয়ে রয়েছে পঞ্চম অবস্থানে।
রোববার (১২ জানুয়ারি) আবহাওয়ার মান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ার এ তথ্যা জানায়।
এদিকে, আজ ২০৩ স্কোর নিয়ে বিশ্বে বায়ুদূষণে শীর্ষে আছে ভারতের কলকাতা। যা ‘খুবই অস্বাস্থ্যকর’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। ১৯৮ স্কোর নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ঘানার আকরা, তৃতীয় স্থানে ভারতের দিল্লীর স্কোর ১৯৬। আর চতুর্থ অবস্থানে মিশরের কায়রো, স্কোর ১৯৩।
বায়ুদূষণ থেকে রক্ষা পেতে আইকিউ এয়ার কয়েকটি পরামর্শ দিয়েছে। এর মধ্যে রয়েছে- ঘরের বাইরে গেলে অবশ্যই মাস্ক পরা, খোলা স্থানে ব্যায়াম না করা এবং ঘরের জানালা বন্ধ রাখা।
একিউআই স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ মাঝারি, আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর ১০১ থেকে ১৫০ স্কোর। স্কোর ১৫১ থেকে ২০০ মান হলে ‘অস্বাস্থ্যকর’ এবং ২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকা একিউআই স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। এছাড়া ৩০১ থেকে ৪০০-এর মধ্যে থাকা একিউআই স্কোর ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়, যা বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।

 
                             
                                     সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন