বায়ুদূষণের তালিকায় আজ শীর্ষ অবস্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ‘ঢাকা’। দ্বিতীয় অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর এবং তৃতীয় অবস্থানে ভারতের রাজধানী দিল্লি। সোমবার (১০ ফেব্রুয়ারি) সকাল ৮টা ২৯ মিনিটে বায়ু মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্স (আইকিউএয়ার) থেকে এ তথ্য পাওয়া যায়।
এদিন ঢাকার বায়ু মানের স্কোর ৩৯২, যা বিপজ্জনক পর্যায়কে নির্দেশ করে। এর মানে হলো, ঢাকার বায়ু অনেক বেশি দূষিত এবং মানুষের স্বাস্থ্যের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ।
দ্বিতীয় অবস্থানে থাকা লাহোরের বায়ু মানের স্কোর ২৪৭, যার অর্থ সেখানকার বাতাস খুবই অস্বাস্থ্যকর। তৃতীয় অবস্থানে ভারতের দিল্লি, যেখানে বায়ু মানের স্কোর ২২৫, যা এখানে বায়ুর মানকেও অস্বাস্থ্যকর বলে চিহ্নিত করে।
এ তালিকার পরবর্তী স্থানে রয়েছে ভিয়েতনামের হ্যানয় এবং ভারতের কলকাতা।
বায়ুর মান শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে তা ভালো হিসেবে ধরা হয়। ৫১ থেকে ১০০ পর্যন্ত মানে বায়ু মাঝারি বা সহনীয় এবং ১০১ থেকে ১৫০ স্কোরকে সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচনা করা হয়। আর ১৫১ থেকে ২০০ স্কোরে বায়ু অস্বাস্থ্যকর, ২০১ থেকে ৩০০ স্কোরে খুবই অস্বাস্থ্যকর এবং ৩০১ এর বেশি স্কোর দুর্যোগপূর্ণ বায়ু মান হিসেবে চিহ্নিত হয়।

 
                             
                                    -20250206033917.webp)

 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন