মিটারের মামলা ইস্যুতে রাজধানীর বিভিন্ন এলাকায় সিএনজি চালকরা সড়ক অবরোধ করে অবস্থান নিয়েছেন। আর এতে করে রোববার সকাল থেকেই যান চলাচল ব্যাহত হচ্ছে।
এদিন সকালে রাজধানীর রামপুরা, মিরপুর-১৪ এবং ঢাকা-চট্টগ্রাম মহাসড়কসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ পয়েন্টে অবরোধের খবর পাওয়া গেছে।
সরেজমিনে দেখা গেছে, অবরোধের কারণে রাজধানীজুড়ে ব্যাপক যানজট সৃষ্টি হয়েছে। এর ফলে অফিসগামী মানুষ, শিক্ষার্থী এবং সাধারণ জনগণ ভোগান্তিতে পড়েছেন। অনেকেই গন্তব্যে পৌঁছাতে দেরি করছেন।
সিএনজি চালকরা নতুন নিয়ম বাতিল, ভাড়া বৃদ্ধি এবং পুলিশের হয়রানি বন্ধসহ একাধিক দাবি জানাচ্ছেন। তাদের দাবি না মানা পর্যন্ত তারা সড়ক অবরোধ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।
এদিকে, ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী উপস্থিত রয়েছে। প্রশাসন জানাচ্ছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চালকদের সঙ্গে আলোচনা চলছে।

 
                             
                                    

 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন