২০০ থেকে ৩০০ কোটি টাকা রয়েছে, এমন তথ্য দিয়ে উসকানি দেন বাসার সাবেক এক তত্ত্বাবধায়ক। তার এমন তথ্যে বাসায় ঢুকে পড়েন একদল ব্যক্তি। তারা তল্লাশির অজুহাতে সেখানে প্রবেশ করে বাসাটি তছনছ, ভাঙচুর ও লুটপাটের চেষ্টা করেন। সিরাজগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য তানভীর ইমামের সাবেক স্ত্রীর গুলশানের বাসায় এমনটাই ঘটে। পুলিশ সুত্রে এসব তথ্য জানা যায়। পুলিশের বরাদ দিয়ে প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদারও এসব তথ্য জানিয়েছেন।
এই ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ। পুলিশের প্রাথমিক তদন্তে জানতে পেরেছে যে, আটককৃতদের মধ্যে শাকিল আহমেদ একসময় ওই বাসায় কেয়ারটেকারের কাজ করতেন। তিনিই মূলত ২০০ থেকে ৩০০ কোটি টাকা পাওয়া যেতে পারে- এমন তথ্য দিয়ে ওই বাসায় তল্লাশি চালাতে উসকানি দেন।
                                    
ওই ঘটনায় বুধবার (৫ মার্চ) গুলশান থানায় মামলা হয়। আটক তিনজনকে এই মামলায় কারাগারে পাঠিয়েছে আদালত। এ ঘটনায় বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
গুলশান থানা সূত্রে জানা যায়, গতকাল রাত আনুমানিক ১১টা ৫০ টার দিকে গুলশান-২ এর রোড নং ৮১ এ অবস্থিত ৮/আই নং বাসার চতুর্থ তলায় সাবেক এমপি তানভীর ইমামের সাবেক স্ত্রীর ফ্ল্যাটে দরজা ভেঙে তল্লাশির নামে কয়েক জনের একটি দল ঢুকে পড়ে। বাসাটিতে বিপুল পরিমাণ অর্থ, অবৈধ অস্ত্র ও আওয়ামী লীগের দোসরদের লুকিয়ে রাখা হয়েছে, এমন তথ্যের ভিত্তিতে তল্লাশির অজুহাতে তারা বাসাটিতে প্রবেশ করে বাসাটি তছনছ ও ভাঙচুর করে লুটপাটের চেষ্টা করে।
পরবর্তীতে ৯৯৯ এর কলের মাধ্যমে সংবাদ পেয়ে রাত সাড়ে ১২টার দিকে গুলশান থানা পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তিনজনকে গ্রেপ্তার করে। এ ঘটনায় ওই বাসার কেয়ারটেকার আব্দুল মান্নান বাদী হয়ে গ্রেপ্তারকৃত তিনজনসহ অজ্ঞাতনামা ১৪-১৫ জনের বিরুদ্ধে গুলশান থানায় একটি মামলা দায়ের করেন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে থানা সূত্রে আরো জানা যায়, গ্রেপ্তারকৃত শাকিল আহমেদ একসময় বাসাটিতে কেয়ারটেকার হিসেবে কাজ করতো। সেই মূলত জনতাকে তথ্য দিয়েছে যে বাসাটিতে তল্লাশি চালালে ২০০-৩০০ কোটি টাকা পাওয়া যেতে পারে। তারা মূলত লুটপাটের উদ্দেশে উক্ত বাসায় প্রবেশ করেছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়। এ ঘটনায় জড়িত অন্যান্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

 
                             
                                    
 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন