বৃহস্পতিবার, ০১ মে, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


রূপালী ডেস্ক

প্রকাশিত: মার্চ ১৫, ২০২৫, ১১:০২ এএম

রাজউকের গাফিলতিতে হাতিরঝিল ময়লার ভাগাড়ে পরিণত

রূপালী ডেস্ক

প্রকাশিত: মার্চ ১৫, ২০২৫, ১১:০২ এএম

রাজউকের গাফিলতিতে হাতিরঝিল ময়লার ভাগাড়ে পরিণত

ছবি: সংগৃহীত

রাজধানীর হাতিরঝিলে বুকভরে একটু নিশ্বাস নিতে আসেন নগরবাসী। নাগরিক কোলাহল থেকে খুঁজেন খানিকটা স্বস্তি। তবে সম্প্রতি হারিয়েছে সেই জৌলুস। ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে রাজধানীর হাতিরঝিল প্রকল্প। লেকে ফেলা হচ্ছে ময়লা-আবর্জনা।

ল্যাম্পপোস্ট আছে, চুরি হয়ে গেছে সড়কবাতি। ভেঙে গেছে ওয়াকওয়ে। ফোয়ারাটি নষ্ট অনেক দিন। সন্ধ্যার পর বসে মাদকের আড্ডা। প্রায়ই ঘটছে ছিনতাই। লেকে মিলছে মরদেহও। এ অবস্থার জন্য রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষককে (রাজউক) দায়ী করছেন বিশেষজ্ঞরা।

হাতিরঝিলের এক পথচারী জানান, সকাল বেলা দেখা যায় বখাটেরা আড্ডা দেয়। অফিসে যাওয়ার সময় গাঁজার গন্ধে পেট ফুলে যায়।

প্রকল্পটির দায়িত্ব রাজউকের কাছ থেকে সরিয়ে সিটি করপোরেশনকে দিতে বলছেন নগরবিদেরা। তবে রাউজকের দাবি, তদারকির কাজ নিয়মিতই চলছে। রক্ষণাবেক্ষণের সাড়ে ৯ কোটি টাকার সাড়ে ৪ কোটিই দিচ্ছেন তারা।

নগর পরিকল্পনাবিদ ইকবাল হাবিব বলেন, ‘সিটি করপোরেশনের দেখভাল করার সিস্টেমেটিক কাঠামো রয়েছে। এই কাঠামো রাজউকের নাই। যতই বাগাড়ম্বর করুক এমন কাঠামো না থাকলে এই ধরনের প্রকল্পের দায়িত্বভার তার নেওয়া উচিত না।’

তবে রাজউকের দাবি, হাতিরঝিলের পরিবেশ ঠিক রাখতে নিয়মিত কাজ করছেন তারা। এরই মধ্যে সংরক্ষিত করা হয়েছে কিছু জায়গায়, দ্রুতই ঠিক হবে ওয়াকওয়ে।

রাজউকের নির্বাহী প্রকৌশলী মো. আবু সাঈদ খন্দকার বলেন, ‘এখানে আদালতের একটা রায় আছে। সেটা মেনেই আমরা হাতিরঝিলে উন্নয়ন কর্মকাণ্ড অব্যাহত রাখব। সিটি করপোরেশনের কাছে দায়িত্ব দেওয়ার বিষয়টি আমাদের নীতিগত সিদ্ধান্ত। এ নিয়ে আমার মতামত দেওয়ার কিছু নেই।’  

রাজউক বলছে, হাতিরঝিল রক্ষণাবেক্ষণে বছরে খরচ প্রায় সাড়ে ৯ কোটি টাকা। দোকানপাট, পরিবহন ও অন্যান্য খাত থেকে বছরে আসে পাঁচ কোটি আর বাকি সাড়ে চার কোটি দিচ্ছেন তারা।

আরবি/এসআর

Link copied!