রাজধানীর গুলশান, বনানী, কাকলী ও সৈনিক ক্লাব সড়কে যাতায়াত এর জন্য বেশ কয়েকটি নতুন নির্দেশনা এসেছে।
ঢাকা মহানগর পুলিশের গুলশান ট্রাফিক বিভাগ রাইট টার্ন ও ইউটার্ন ব্যবহার না করতে এ নতুন নির্দেশনা দিয়েছে।
আজ বুধবার দুপুরে গুলশান ট্রাফিক বিভাগের পক্ষ থেকে এ নির্দেশনা জানানো হয়।
নির্দেশনায় বলা হয়েছে :
১. মহাখালী থেকে আগত যানবাহন সৈনিক ক্লাবে ইউটার্ন নিয়ে বনানী অথবা আমতলীতে যেতে পারবে।
২. কাকলী ক্রসিংয়ে সকল প্রকার রাইট টার্ন এবং ইউটার্ন নিষেধ। যারা গুলশান/বনানী যাবেন তারা বনানী কবরস্থান ক্রসিং থেকে ইউটার্ন করে ঘুরে আসতে পারবেন (বাস বা বড় যানবাহন ব্যতীত)।
৩. বাস বা অন্যান্য বড়/ভারী যানবাহনসমূহকে আর্মি স্টেডিয়াম ইউটার্ন ব্যবহার করতে হবে।

 
                             
                                    

 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন