জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তিতে রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে শহীদ পরিবারের সম্মানে বিশেষ আলোচনা সভা আয়োজন করেছে বিএনপি। সভায় লন্ডন থেকে ভার্চ্যুয়ালি অংশ নেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
বিশেষ এই আলোচনা সভায় উপস্থিত হন গুম হওয়া ছাত্রদল নেতা পারভেজের কিশোরী মেয়ে রিধি। কান্নাভেজা কণ্ঠে রিধি প্রশ্ন করেন- ‘আমি আর আমার ভাই বাবাকে কি কোনোদিন জড়িয়ে ধরতে পারব না?’
গুমের শিকার নেতার মেয়ের এ প্রশ্নে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে কাঁদতে দেখা গেছে।
মঙ্গলবার (১ জুলাই) এ সভায় পারভেজের কিশোরী মেয়ে রিধি বলেন, ‘অনেক বছর আমি ও আমার ছোট ভাই বাবাকে দেখতে পাইনি।’
রিধির বক্তব্যের পুরোটা সময় জায়ান্ট স্ক্রিনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে বারবার চোখ মুছতে দেখা যায়।
উল্লেখ্য, বিএনপি গঠিত জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থান, শোক ও বিজয় বর্ষপূর্তি কমিটির উদ্যোগে ‘গণ-অভ্যুত্থান ২০২৪: জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক অভিযাত্রা’ শীর্ষক আলোচনা সভা ও শহীদ পরিবারের সম্মানে বিশেষ এই অনুষ্ঠানের আয়োজনা করা হয়েছে।
অনুষ্ঠানের শুরুতে জুলাই গণ-অভ্যুত্থানে নিহত পরিবারের সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।