ঢাকা বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫

মব নিয়ন্ত্রণ করে পুরস্কৃত ধানমন্ডি থানার ওসি

রূপালী ডেস্ক
প্রকাশিত: মে ২২, ২০২৫, ১১:০৩ এএম
পুলিশের কমিশনার শেখ মো. সাজ্জাদ আলী নিজ হাতে পুরস্কার তুলে দেন ওসিকে । ছবি: সংগৃহীত

ধানমন্ডি এলাকায় সম্প্রতি মব সৃষ্টি করে অরাজকতার চেষ্টা চালিয়েছিল কিছু সংখ্যক যুবক। সেই পরিকল্পনাকে নস্যাৎ করে দিয়ে মব নিয়ন্ত্রণে ভূমিকা রাখার কারণে ধানমন্ডি থানার ওসি ক্যশৈন্যু মারমাকে পুরস্কৃত করা হয়েছে।

বুধবার (২১ মে) ঢাকা মহানগর পুলিশের কমিশনার শেখ মো. সাজ্জাদ আলী নিজ হাতে এই পুরস্কার তুলে দেন।

ডিএমপি জানিয়েছে, পেশাদারিত্ব ও ধৈর্য সহকারে মব নিয়ন্ত্রণ এর অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপনের স্বীকৃতি স্বরূপ ধানমন্ডি থানার ওসি ক্যশৈন্যু মারমাকে বিশেষভাবে পুরস্কৃত করেছেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।

এ সময় ডিএমপি কমিশনার ধানমন্ডি থানার ওসির ভূয়সী প্রশংসা করেন এবং পরিস্থিতি বুঝে উত্তেজিত জনতা (মব) সামাল দেওয়ার এই দৃষ্টান্ত সব পুলিশ সদস্যদের অনুকরণীয় বলেও অভিমত ব্যক্ত করেন।