রাজধানীর উত্তর শাহজাহানপুরের একটি ভাড়া বাসা থেকে আইভী আক্তার রিতু (২৩) নামে এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে, চার-পাঁচ দিন আগে তাঁর মৃত্যু হয়েছে। শুক্রবার (২০ জুন) মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, রিতু ওই বাসায় এক পুরুষের সঙ্গে স্বামী-স্ত্রী পরিচয়ে বসবাস করতেন। ঘটনার পর থেকে ওই পুরুষের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।
শাহজাহানপুর থানার পরিদর্শক (তদন্ত) শাহ আলম বলেন, ‘ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। কয়েক দিন ধরে অর্ধগলিত অবস্থায় মরদেহটি ঝুলে ছিল।
এ ঘটনায় থানায় একটি অস্বাভাবিক মৃত্যু (ইউডি) মামলা হয়েছে।’
স্থানীয়রা জানান, উত্তর শাহজাহানপুরের ৬০৯ নম্বর ভবনের তৃতীয় তলায় ভাড়া থাকতেন রিতু। তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করতেন বলে জানা গেছে। তবে তিনি বা তাঁর সঙ্গী খুব একটা কারো সঙ্গে মিশতেন না, তাই তাঁদের সম্পর্কে প্রতিবেশীরা তেমন কিছু জানাতে পারেননি। এদিকে বাড়ির মালিক বর্তমানে দেশের বাইরে রয়েছেন।
মৃতের স্বজনরাও রিতুর পেশা বা বৈবাহিক অবস্থা সম্পর্কে নিশ্চিত তথ্য দিতে পারেননি।
এক প্রতিবেশী জানান, সর্বশেষ ১৩ জুন রিতুকে বাসায় ঢুকতে দেখেছিলেন। এরপর থেকে তার ফ্ল্যাটের দরজা বন্ধ ছিল। বৃহস্পতিবার সকালে ভেতর থেকে তীব্র দুর্গন্ধ বের হলে পুলিশে খবর দেওয়া হয়। বিকেল ৩টার দিকে পুলিশ দরজা ভেঙে অর্ধগলিত মরদেহ উদ্ধার করে।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন