রাজধানীর খিলগাঁওয়ের তালতলা সিটি সুপার মার্কেটের সামনে ছিনতাইকারীর ছুরিকাঘাতে জালাল সরদার (৪০) নামে এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। তিনি খিলগাঁও সিটি সুপার মার্কেটের সিকিউরিটি সুপারভাইজর হিসেবে কর্মরত বলে জানা গেছে।
বৃহস্পতিবার (৩ জুলাই) ভোর ৫টার দিকে এ ঘটনাটি ঘটে। পরে তাকে সকাল সাড়ে ৬টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।
আহত জালাল সরদার বরিশালের বাকেরগঞ্জ উপজেলার পশ্চিম সরসী গ্রামের রাজ্জাক সর্দারের ছেলে।
তাকে হাসপাতালে নিয়ে আসা সহকর্মী রফিকুল ইসলাম জানান, জালাল সরদার তালতলা সুপার মার্কেটের সিকিউরিটি গার্ডের সুপারভাইজর হিসেবে কর্মরত। আজ ভোরের দিকে মার্কেটের সামনে দায়িত্ব পালন করার সময় ৫ থেকে ৬ জন ছিনতাইকারী ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে তাকে গুরুতর জখম করে তার কাছে থাকা মোবাইল ও নগদ ৩ হাজার টাকা নিয়ে পালিয়ে যায়।
পরে তার চিৎকারে ঘটনাস্থলে এসে তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে আসি। বর্তমানে হাসপাতালের জরুরি বিভাগে তার চিকিৎসা চলছে।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, আজ সকাল সাড়ে ৬টার দিকে রক্তাক্ত জখম অবস্থায় নিরাপত্তাকর্মী জালাল সরদারকে ঢামেক হাসপাতালে নিয়ে আসা হলে জরুরি বিভাগে তার চিকিৎসার ব্যবস্থা করা হয়। তার শরীরের বিভিন্ন অংশে ধারালো অস্ত্রের আঘাতে জখমের চিহ্ন রয়েছে।
আমরা তার সহকর্মীর কাছ থেকে জানতে পেরেছি, ছিনতাইকারীরা এ ঘটনাটি ঘটিয়েছে। আমরা বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানিয়েছি।