রাজধানীর আফতাবনগরের বি-ব্লকে রাস্তায় উন্মুক্তভাবে নির্মাণসামগ্রী ফেলে রেখে বায়ুদূষণের অভিযোগে তিনটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের পরিচালিত মোবাইল কোর্ট।
বুধবার (২ জুলাই) পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন মন্ত্রণালয়ের উপসচিব ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জেসমিন নাহার।
প্রসিকিউশন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তরের ঢাকা মহানগর কার্যালয়ের পরিদর্শক মো. মনিরউদ্দিন আহাম্মদ।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা দীপংকর বর স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘বায়ুদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২২’-এর বিধি ১১(ঙ) লঙ্ঘনের প্রমাণ পাওয়ায় মোবাইল কোর্ট তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলার মাধ্যমে মোট ১৫ হাজার টাকা জরিমানা আদায় করে। অভিযানে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে ভবিষ্যতে এ ধরনের পরিবেশদূষণ থেকে বিরত থাকার নির্দেশও দেওয়া হয়।
পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়, জনস্বাস্থ্যের ঝুঁকি হ্রাস এবং নগরবাসীর বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলমান থাকবে।
আপনার মতামত লিখুন :