রাজধানীর কাকরাইলে প্রধান বিচারপতির সরকারি বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবার (৭ জুলাই) দুপুরের দিকে এই বিস্ফোরণের ঘটনা ঘটে।
তবে তাৎক্ষণিকভাবে এতে কেউ হতাহত হয়েছেন কি না কিংবা কারা এ ঘটনার পেছনে জড়িত সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
এর আগে রোববার (৬ জুলাই) রাতে রাজধানীর ফার্মগেট ও মহাখালী এলাকায় আরও তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
ফার্মগেট-সংলগ্ন এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে রাত সাড়ে ১০টার দিকে দুটি ককটেল বিস্ফোরিত হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করে কিছু লোক এসে রাস্তায় ককটেল ছুড়ে পালিয়ে যায়। এর মধ্যে একটি ককটেল বিস্ফোরিত হয় এবং অপরটি অবিস্ফোরিত অবস্থায় পড়ে থাকে।
পরবর্তীতে ফুটপাতের এক আম বিক্রেতা সেটি সরাতে গেলে বিস্ফোরণে আহত হন। এরপর পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন।
একই রাতে ১১টা ৪৫ মিনিটের দিকে মহাখালীর এসকেএস টাওয়ারের সামনে আরও একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মহাখালী ফ্লাইওভার থেকে ককটেলটি নিচে ছোড়া হয়েছিল।
ঘটনাগুলোর পর সংশ্লিষ্ট এলাকায় নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এখন পর্যন্ত কোনো গ্রেপ্তার বা দায় স্বীকারের তথ্য পাওয়া যায়নি।
এ ধরনের ধারাবাহিক বিস্ফোরণ রাজধানীর জননিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন তুলছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
আপনার মতামত লিখুন :