ঢাকা শনিবার, ১২ জুলাই, ২০২৫

ক্যানসারে আক্রান্ত ছেলেকে দেখতে এসে বাসচাপায় নিহত বাবা

মাসুদ রানা
প্রকাশিত: জুলাই ৯, ২০২৫, ১১:৪৯ এএম
সড়ক দুর্ঘটনায় নিহত। প্রতীকী ছবি

রাজধানীর চকবাজারের বকশীবাজারে রাস্তা পারাপারের সময় দুই বাসের মাঝে চাপা পড়ে জহিরুল হক (৫২) নামের এক ব্যক্তি প্রাণ হারিয়েছেন।

মঙ্গলবার (৮ জুলাই) রাত দেড়টার দিকে এ ঘটনাটি ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত জহিরুল পাবনার ঈশ্বরদী উপজেলার বাবুপাড়া গ্রামের মৃত আব্দুল মজিদের ছেলে। তার দুই ছেলের মধ্যে ছোট ছেলে ক্যানসারে আক্রান্ত হয়ে ঢাকা মেডিকেলে ভর্তি রয়েছে।

নিহতের বোন সিনথিয়া আক্তার জানান, আমার ভাইয়ের ছোট ছেলে ক্যানসারে আক্রান্ত হয়ে ঢাকা মেডিকেলে ভর্তি রয়েছে। গতকাল রাতে ছেলেকে ঢাকা মেডিকেলে দেখতে আসার পথে বুয়েট ও বকশীবাজারের মাঝামাঝি রাস্তা পারাপারের সময় দুই বাসের চাপায় গুরুতর আহত হন আমার ভাই। পরে খবর পেয়ে দ্রুত তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক জানান আমার ভাই আর বেঁচে নেই। 

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক জানান, গতরাতে গুরুতর আহত অবস্থায় ওই ব্যক্তিকে হাসপাতালে আনা হয়েছিল। পরের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। ওই ব্যক্তির মরদেহ ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আমরা বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করেছি।