রাজধানীর রমনা মডেল থানাধীন ইস্পাহানি কলোনির একটি বহুতল ভবনের অষ্টম তলায় বাথরুমে ঝরনার সঙ্গে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় সুফিয়া আক্তার (১০) নামে এক শিশু গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (১৪ জুলাই) সকাল ৭টার দিকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত সুফিয়ার বাড়ি সুনামগঞ্জ জেলার কাউকান্দি চাহেরপুর উপজেলার ব্রাহ্মণগাঁও গ্রামে। তার বাবার নাম মো. জালাল উদ্দিন। সে রমনা থানার ইস্পাহানি কলোনির ওয়াইসিস আবাসিক এলাকার ৬০৮/বি নম্বর ফ্ল্যাটে গৃহকর্মীর কাজ করত।
এ বিষয়ে রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম ফারুক বলেন, ‘খবর পেয়ে রাত সাড়ে চারটার দিকে ঘটনাস্থলে গিয়ে ওই বাসার বাথরুমে ঝরনার সঙ্গে ওড়না দিয়ে গলায় প্যাঁচানো অবস্থায় সুফিয়ার মরদেহ ঝুলতে দেখা যায়। এরপর তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’
তিনি আরও জানান, ঘটনার সময় বাসার গৃহকর্তা ও গৃহকর্ত্রী কক্সবাজারে অবস্থান করছিলেন। বাসায় সুফিয়া ছাড়াও আরও দুইজন গৃহকর্মী ও ১৩ বছর বয়সি একটি মেয়ে ছিল। তারা তিনজন একসাথে ঘুমাত। প্রাথমিক তদন্তে মনে হচ্ছে, রাতের কোনো একসময় সবার অজান্তে বাথরুমে গিয়ে সে ফাঁস দেয়।
ওসি ফারুক বলেন, ‘ধর্ষণের কোনো আলামত পাওয়া যায়নি। তবে মৃত্যুর কারণ এখনো স্পষ্ট নয়। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।’
এ বিষয়ে রমনা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং আশপাশের বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলছে। শিশুটির মৃত্যুর প্রকৃত কারণ জানতে বিস্তারিত তদন্ত চলছে।

 
                             
                                     সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন