রাজধানীর মোহাম্মদপুরে ঢাকা উদ্যানে ছিনতাইকারীর ছুরিকাঘাতে মো. ফয়সাল (২৫) ও জহুরুল ইসলাম (২৭) নামের দুই যুবক আহত হয়েছেন। তারা একটি বাইং হাউসে চাকরি করেন বলে জানা গেছে।
সোমবার (১৪ জুলাই) রাত পৌনে দশটার দিকে ঢাকা উদ্যান ২ নম্বর রোডের ডি ব্লকের কাছাকাছি এ ঘটনা ঘটে। আহত অবস্থায় তাদের উদ্ধার করে সহকর্মীরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।
ভুক্তভোগীদের সহকর্মী হাসনাইন ইসলাম জানান, ফয়সাল ও জহুরুল কাজ শেষে বাসায় ফিরছিলেন। হঠাৎ ৪-৫ জন ছিনতাইকারী তাদের পথরোধ করে মোবাইল ও টাকা চাইলে তারা দিতে অস্বীকৃতি জানান এবং চিৎকার শুরু করেন। এতে ক্ষিপ্ত হয়ে ছিনতাইকারীরা তাদের ওপর এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
ফয়সাল বর্তমানে ঢাকা মেডিকেলে ভর্তি রয়েছেন। জহুরুলকে প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়েছে।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, ‘দুইজন ছুরিকাঘাত অবস্থায় হাসপাতালে আসে। তারা জানায় ছিনতাইকারীরা হামলা চালিয়ে পালিয়ে যায়। বিষয়টি আমরা সংশ্লিষ্ট মোহাম্মদপুর থানাকে জানিয়েছি।’