রাজধানীর মোহাম্মদপুরে সাংবাদিকের ছিনতাই হওয়া মোবাইল ফোন উদ্ধার করেছে পুলিশ।
এ ঘটনায় তিনজনকে আটক করা হয়। শুক্রবার (২৫ জুলাই) দুপুরে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- ইউসুফ (২৬), সিয়াম (২৩) ও জহুরুল (২২)।
জানা গেছে, ভুক্তভোগী সাংবাদিক আহমাদ ওয়াদুদ তাৎক্ষণিকভাবে মোহাম্মদপুর থানায় গিয়ে ওসির কাছে ছিনতাইয়ের ঘটনা জানান। ঘটনা শুনে মোহাম্মদপুর থানার ওসি আলী ইফতেখার হাসান নিজের মোবাইল ফোন দেখিয়ে ভুক্তভোগীকে বলেন, ‘আমি ওসি হয়েও এই কম দামি ফোন ব্যবহার করি, আপনি এত দামি ফোন নিয়ে ঘুরলে ছিনতাই তো হবেই।’
ঘটনার পর মোহাম্মদপুর থানা পুলিশ তদন্তে নামে। ছিনতাই হওয়া মোবাইল ফোনটি উদ্ধার করে পুলিশ। সন্দেহজনক তিনজনকে আটক করা হয়।
মোহাম্মদপুর থানার ওসি আলী ইফতেখার বলেন, ‘সন্দেহজনকভাবে তিন ছিনতাইকারীকে আটক করা হয়েছে। মোবাইল ফোনটিও উদ্ধার করা হয়েছে। যাচাই-বাছাই করে ব্যবস্থা গ্রহণ করা হবে।’