ঢাকা রবিবার, ২৭ জুলাই, ২০২৫

দুই সন্তান রেখে চিরনিদ্রায় মাইলস্টোনের আয়া মাসুমা

বোরহানউদ্দিন (ভোলা) প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ২৭, ২০২৫, ০৩:০৫ পিএম
নিহত মাসুমা বেগম (৩৬)। ছবি- রূপালী বাংলাদেশ

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান দুর্ঘটনায় অগ্নিদগ্ধ আয়া মাসুমা বেগম (৩৬) মৃত্যুবরণ করেছেন। শনিবার (২৬ জুলাই) ঢাকা জাতীয় বার্ণ ইউনিটে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

মাসুমার স্বামী মো. সেলিম জানিয়েছেন, তার শরীরের ৯০ শতাংশ পুড়ে গিয়েছিল।

তিনি আরও জানান, আজ রোববার (২৭ জুলাই) সকাল সাড়ে ৯টায় বোরহানউদ্দিন উপজেলার বড়মানিকা ৭নং ওয়ার্ডের রুন্দি গ্রামে স্বামীর বাড়িতেই তাকে দাফন করা হয়।

এলাকাবাসী জানায়, লাশের গাড়ি আসার পর পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে। এলাকাবাসী এবং আশপাশের লোকজন লাশের গাড়ি দেখার জন্য ভিড় জমায়।

মাসুমার জানাজায় অংশগ্রহণ করেন বোরহানউদ্দিন উপজেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রায়হান-উজ্জামান।

তিনি গভীর শোক প্রকাশ করে বলেন, ‘আমরা অত্যন্ত শোকাহত। আল্লাহ রাব্বুল আলামিন তাকে পরপারে ভালো রাখুক। উপজেলা প্রশাসন তার পরিবারের পাশে থাকবে এবং সরকার সব ধরনের সহায়তা প্রদান করবে।’

মাসুমা মাইলস্টোন স্কুলে আয়া হিসেবে কর্মরত ছিলেন। তার স্বামী মো. সেলিম ঢাকায় একটি বায়িং হাউসে ড্রাইভার হিসেবে কাজ করতেন। তারা ঢাকার তুরাগ নয়ানগর শুক্রভাঙ্গা এলাকায় এক ছেলে ও এক মেয়ে নিয়ে বসবাস করতেন।

মাসুমার স্বামী সেলিম জানান, ‘ঘটনার দিন মাসুমা স্কুলে কর্মরত ছিলেন। আগুন লাগার খবর পেয়ে আমি ঘটনাস্থলে ছুটে যাই এবং জানতে পারি, তার শরীরের ৯০ শতাংশ পুড়ে গেছে। ছোট দুটি সন্তান নিয়ে আমি শোকে স্তব্ধ। আল্লাহর কাছে দোয়া করেছিলাম, যেন স্ত্রী ফিরে আসে। কিন্তু সে আমাকে রেখে চলে গেল। সবাই তার জন্য দোয়া করবেন এবং আমার পরিবারের জন্যও দোয়া করবেন।’