ঢাকা রবিবার, ০২ নভেম্বর, ২০২৫

পুলিশের হাতে ধরা পড়ল ১০ ছিনতাই মামলার আসামি রনি

রূপালী ডেস্ক
প্রকাশিত: আগস্ট ৫, ২০২৫, ০২:৪৮ পিএম
ছবি- সংগৃহীত

রাজধানীর তেজগাঁও থানা পুলিশের অভিযানে ধরা পড়েছে ১০টি ছিনতাই মামলার পলাতক আসামি হুমায়ুন কবির ওরফে রনি (২৬)।

ডিএমপির তেজগাঁও থানা পুলিশের একটি দল রোববার (৩ আগস্ট) দিবাগত রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে তেজগাঁও থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

তেজগাঁও থানা পুলিশ জানিয়েছে, ‘রনি একজন পেশাদার অপরাধী। তিনি তেজগাঁও থানা ও তেজগাঁও শিল্পাঞ্চল থানা এলাকায় নিয়মিত ছিনতাই, চুরি ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত।’

পুলিশ আরও জানায়, রনির বিরুদ্ধে তেজগাঁও, তেজগাঁও শিল্পাঞ্চল এবং শেরেবাংলা নগর থানায় চুরি, ছিনতাই ও মাদক আইনে মোট ১০টি মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি পলাতক ছিলেন।

গ্রেপ্তার রনির বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানিয়েছে পুলিশ।