রাজধানীর চকবাজার থানাধীন লালবাগে একটি বাসার বাথরুমের পানিভর্তি বালতির ভেতরে ডুবে আয়ান নামে এক শিশুর মৃত্যু হয়েছে। তার বয়স আনুমানিক ১৮ মাস।
শনিবার (৯ আগস্ট) রাত ১১টার দিকে লালবাগের মাজেদা গার্ডেনের ৭নং প্লটের ৪৭/১ বাসায় এ ঘটনা ঘটে। পরে অচেতন অবস্থায় ওই শিশুকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে দায়িত্বরত চিকিৎসক রাত সাড়ে ১২টার দিকে মৃত ঘোষণা করেন।
নিহত শিশু আয়ান নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার লক্ষ্মীর নারায়ণপুর গ্রামের মো. স্বপন মিয়ার ছেলে। বর্তমানে লালবাগের মাজেদা গার্ডেনে ভাড়া থাকত।
নিহতের বাবা মো. স্বপন মিয়া জানান, আমরা স্ত্রীসহ অন্য কাজে ব্যস্ত ছিলাম। ওই ফাঁকে আমার ছেলে সবার নজর এড়িয়ে বাথরুমে গিয়ে বালতি ভর্তি পানির মধ্যে পড়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর বাথরুমের বালতির পানির মধ্যে গিয়ে দেখি তার মাথা উপুর করে পানির মধ্যে পড়ে আছে। পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল হাসপাতালে নিয়ে আসি, সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বিষয়টি নিশ্চিত করে জানান, ওই শিশুর মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে চকবাজার থানা পুলিশকে অবহিত করা হয়েছে।