সিলেট বিভাগ যোগাযোগ ও উন্নয়ন পরিষদ এবং সিলেটের সচেতন নাগরিকরা সতর্ক করেছেন, ঢাকা-সিলেট মহাসড়কের কাজ দ্রুত শেষ না হলে বৃহৎ আন্দোলনের সম্ভাবনা রয়েছে। তারা বলছেন, সারাদেশে উন্নয়ন প্রকল্প চলছে, অথচ সিলেট দীর্ঘদিন বৈষম্য ও অবহেলায় ভুগছে।
বিগত দুই দশকে সিলেটে কোনো দৃশ্যমান উন্নয়ন প্রকল্প বাস্তবায়িত হয়নি। ২০২১ সালে ঢাকা-সিলেট মহাসড়কের কাজ শুরুর পর সিলেটবাসী সড়কপথে যাতায়াতের ভোগান্তি কমার আশায় ছিল। কিন্তু দীর্ঘদিন কাজ বন্ধ থাকায় যানজট তীব্র আকার নিয়েছে। বর্তমানে ৬-৭ ঘণ্টার রাস্তা পাড়ি দিতে ১২-১৮ ঘণ্টা সময় লাগছে।
শুধু সড়ক নয়, ব্রিটিশ আমলের লক্কড়-ঝক্কড় রেলপথ ও পুরনো বগির কারণে প্রতিদিন রেলপথেও ভোগান্তি চলে। তাই অনতিবিলম্বে সড়কপথের কাজ শেষ করা এবং রেলপথকে যুগোপযোগী করা জরুরি বলে হুঁশিয়ারি দিয়েছেন তারা।
শনিবার (১৬ আগস্ট) সকাল সাড়ে ১০টায় জাতীয় প্রেসক্লাবের সামনে সিলেট বিভাগ যোগাযোগ ও উন্নয়ন পরিষদের আয়োজনে ঢাকা-সিলেট মহাসড়কের ৬ লেনের কাজ দ্রুত সম্পন্ন ও যানজট নিরসনের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বক্তারা আরও বলেন, সিলেট বিভাগের পর্যটন, চা-শিল্প ও খনিজসম্পদ দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। এছাড়া সিলেটের কয়েক লাখ প্রবাসী বৈদেশিক মুদ্রা অর্জনে ভূমিকা রাখছে। কিন্তু দেশে ফিরে সিলেটের বিভিন্ন জেলায় যাতায়াতের সময় মানুষ ও পর্যটকরা বিপুল ভোগান্তিতে পড়ছেন। ঢাকা থেকে সিলেট যেতে প্রায় ১২-১৮ ঘণ্টা সময় লাগছে। বিশেষ করে রূপসী থেকে কাঁচপুর ব্রিজ, বারৈচাবাজার আশুগঞ্জ থেকে বিশ্বরোড মোড় (ব্রাহ্মণবাড়িয়া) পর্যন্ত নিত্যদিন যানজট দেখা দেয়।
মানববন্ধনে উপস্থিত ছিলেন হবিগঞ্জ সমিতির সভাপতি অধ্যাপক ডা. কামরুল হাসান তরফদার, সংগঠনের সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন শিপলু, জালালাবাদ অ্যাসোসিয়েশনের সিনিয়র সহসভাপতি আব্দুল মজিদ চৌধুরী ও আকবর হোসেন মঞ্জু, বিশিষ্ট রাজনীতিবিদ ও বীর মুক্তিযোদ্ধা এম এ মালেক খান, সমাজসেবক এ এফ এম সাইফুদ্দিন শফিক, পল্টন জামায়াতের আমির শাহীন আহমদ খান, সিলেট বিভাগ যোগাযোগ ও উন্নয়ন পরিষদের সাধারণ সম্পাদক কুত্বু উদ্দিন সোহেল, যুগ্ম সাধারণ সম্পাদক ইন্তেসার আহমদ চৌধুরী, সাইদুল হক চৌধুরী, রাজনীতিবিদ ও সমাজসেবক আহমেদ রিয়াজ, সিলেট বিভাগ সাংবাদিক সমিতি ঢাকার সাংগঠনিক সম্পাদক সেলিম আহমেদ, অ্যাডভোকেট তাজুল ইসলাম, সমাজসেবক মাহবুবুল আলম মানু, অর্থ সম্পাদক এশতাকুর রহমান, দপ্তর সম্পাদক নবাব সালেহ আহমদ, নির্বাহী সদস্য রেসাদ আহমদ চৌধুরী, জালালাবাদ এসোসিয়েশনের আজীবন সদস্য সায়েম আহমদ ও ইমরান আহমদ, সুজন মিয়া, জালালাবাদ ছাত্রকল্যাণ সমিতি সরকারি তিতুমীর কলেজের সাবেক সহসভাপতি তোফায়েল আহমদ এবং সাধারণ সম্পাদক আব্দুল্লাহ খান ফাহিম।
বক্তারা বলেন, ঢাকা-সিলেট মহাসড়কের ৬ লেনের কাজ দ্রুত শেষ করা এবং যানজট নিরসন করা সিলেটবাসীর অপরিহার্য দাবি।

 
                             
                                     সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন