রাজধানীর মোহাম্মদপুরে বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ১২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (২৯ আগস্ট) সংশ্লিষ্ট মামলায় তাদের আদালতে পাঠানো হয়েছে। এর আগে বৃহস্পতিবার (২৮ আগস্ট) দিনব্যাপী মোহাম্মদপুর থানা এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন- আসিফ কান্তা (২৩), আব্দুল মান্নান (২০), মমিন (২০), রাসেল (২২), মিরাজ (২৮), জাহাঙ্গীর আলম (৭৬), নয়নমনি (২৭), শাকিল (৩২), রুবেল (৩১), আমান উল্লাহ (৫৮), ইয়ামিন হাসান রিদয় (২২), ইয়াসিন হোসেন সাগর (২০)।
থানা সূত্রে জানা গেছে, গ্রেপ্তারদের মধ্যে ওয়ারেন্টভুক্ত আসামি ছাড়াও মাদক, ডাকাতির প্রস্তুতি, পর্নোগ্রাফি মামলার আসামি রয়েছে। এ ঘটনায় শুক্রবার সংশ্লিষ্ট মামলায় তাদের আদালতে পাঠানো হয়েছে।