শনিবার, ০৬ সেপ্টেম্বর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


রূপালী প্রতিবেদক

প্রকাশিত: সেপ্টেম্বর ৬, ২০২৫, ১২:১২ পিএম

বৃষ্টিহীন রাজধানী, ভ্যাপসা গরমে জনজীবনে অস্বস্তি

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: সেপ্টেম্বর ৬, ২০২৫, ১২:১২ পিএম

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

রাজধানী ঢাকায় সকাল থেকেই চলছে গরমের দাপট। ভ্যাপসা গরমে জনজীবন অস্বস্তিকর হয়ে উঠেছে। সকাল থেকেই রোদ ও আর্দ্রতার চাপে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বৃষ্টির সম্ভাবনা না থাকায় দিন বাড়ার সঙ্গে সঙ্গে গরম আরও বাড়তে পারে। রাজধানীবাসীকে আগামী কয়েকদিন ভ্যাপসা গরম সহ্য করতে হতে পারে বলে আবহাওয়া বিশেষজ্ঞরা মনে করছেন।

শনিবার (৬ সেপ্টেম্বর) সকাল ৬টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, সঙ্গে বাতাসে আর্দ্রতা ছিল ৮৮ শতাংশ। আর গতকাল রাজধানীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, আর আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ২৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এ ছাড়া, গত ২৪ ঘণ্টায় ঢাকায় কোনো বৃষ্টিপাত রেকর্ড হয়নি।

অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে প্রকাশিত সকাল ৬টা থেকে পরবর্তী ১২ ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার জন্য আবহাওয়ার পূর্বাভাসে আরও জানানো হয়েছে, আজ দিনের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সকাল থেকে আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। এ সময় দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। তবে আজও দিনের তাপমাত্রা সাধারণত অপরিবর্তিত থাকতে পারে।

এদিকে, মৌসুমি বায়ুর প্রভাবে দেশের অন্যান্য এলাকায় বৃষ্টির প্রবণতা দেখা দিয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানায়, পূর্ব মধ্য প্রদেশ ও তৎসংলগ্ন এলাকায় সৃষ্ট লঘুচাপটি বর্তমানে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়ে মধ্য প্রদেশে অবস্থান করছে। এর প্রভাবে রাজস্থান, উত্তর প্রদেশ, বিহার হয়ে বাংলাদেশের দক্ষিণাঞ্চল পর্যন্ত মৌসুমি বায়ুর অক্ষ বিস্তৃত রয়েছে।

যদিও মৌসুমি বায়ু বর্তমানে বাংলাদেশের ওপর কিছুটা দুর্বল, তবে উত্তর বঙ্গোপসাগরে তা মাঝারি অবস্থায় সক্রিয় রয়েছে। অতএব, ঢাকায় শুষ্ক ও ভ্যাপসা গরম অব্যাহত থাকলেও দেশের দক্ষিণাঞ্চলে কিছুটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

Link copied!