নারায়ণগঞ্জের সোনারগাঁও বিসিক এলাকার একটি বাসায় গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণে গৃহকর্তা মানব চৌধুরী (৪০) মারা গেছেন।
রোববার (৭ সেপ্টেম্বর) দুপুরে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত মানব চৌধুরী একজন ওষুধ কোম্পানিতে নিরাপত্তা কর্মী হিসেবে চাকরি করতেন। তিনি সুনামগঞ্জের সুলা থানার বলরামপুর গ্রামের মৃত মহিতোষ চৌধুরীর ছেলে। বর্তমানে পরিবার নিয়ে সোনারগাঁওয়ের কাচপুর বেসিক শিল্পাঞ্চলের তিন নম্বর গলির একটি তিন তলা ভবনের নিচ তলায় ভাড়া থাকতেন।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, ‘আজ দুপুরে মানব চৌধুরী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তার শরীরের ৭০ শতাংশ দগ্ধ হয়েছে। এ ঘটনায় তার স্ত্রী বাচা চৌধুরী ৪৫ শতাংশ, তাদের তিন মেয়ে—তিন্নি ২২ শতাংশ, মুন্নি ২৮ শতাংশ ও মৌরি ৩৬ শতাংশ দগ্ধ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।’
পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) ভোর আনুমানিক ৫টার দিকে ঘরে জমে থাকা গ্যাস লাইনের বিস্ফোরণে এই দুর্ঘটনা ঘটে। এতে মানব চৌধুরীর স্ত্রী বাচা চৌধুরী (৩৮) এবং তাদের তিন কন্যা—তিন্নি (১২), মুন্নি (১৪) ও মৌরি (৬) দগ্ধ হয়েছিলেন। বর্তমানে তারা জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছেন।