ঢাকা সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫

ঢামেকের সিঁড়িতে পড়ে ছিল অজ্ঞাত ব্যক্তির মরদেহ

মেডিকেল প্রতিবেদক
প্রকাশিত: অক্টোবর ১৩, ২০২৫, ১২:৩৭ পিএম
ছবি- সংগৃহীত

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ভেতরে ১০১নং ওয়ার্ডের সিঁড়ির নিচ থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। তার বয়স আনুমানিক ৫৫ বছর।

সোমবার (১৩ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, আমরা সকাল সাড়ে ৯টার দিকে খবর পেয়ে ঢাকা মেডিকেলের ভেতরে ১০১নং ওয়ার্ডে সিঁড়ির নিচ থেকে অজ্ঞাত (৫৫) এক ব্যক্তি অচেতন অবস্থায় পরে থাকতে দেখি। পরে তাকে উদ্ধার করে ঢামেকের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করে।

তিনি আরও জানান, আশপাশে লোকের মুখে জানতে পারি, নিহত ওই ব্যক্তি দুর্ঘটনায় আহত হয়ে অজ্ঞাত হিসেবে মেডিকেলে ভর্তি হয়। কোনো আত্মীয়-স্বজন না থাকায় সিঁড়ির নিচেই তার মৃত্যু হয়।

ওই ব্যক্তি সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা চলছে জানিয়ে তিনি বলেন, আমরা সিআইডি ক্রাইম সিনকে খবর দিয়েছি। প্রযুক্তির সহায়তায় তার নাম-পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।