ঢাকা সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫

সাভারে ‘ডিবি পুলিশ’ পরিচয়ে ছিনতাই

রূপালী ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ১৩, ২০২৫, ১২:১৮ এএম
ছবি- সংগৃহীত

সাভারে ফের গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এবার একটি ডেইরি ফার্মের কর্মচারীর বেতনের ১ লাখ ৭৪ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। 

ঘটনাটি গত ৯ অক্টোবর বিকেলে ঘটলেও রোববার সাভার মডেল থানায় অভিযোগ দায়ের হওয়ার পর বিষয়টি সামনে আসে। ভুক্তভোগী কর্মচারী আব্দুল রশিদ সাভারের কলমা এলাকায় বসবাস করেন এবং স্থানীয় একটি ডেইরি ফার্মে চাকরি করেন।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ৯ অক্টোবর টাইম স্কেলের বেতন উত্তোলনের পর আব্দুল রশিদ অটোরিকশায় করে বাসার দিকে রওনা হন।

বিকেল সাড়ে ৫টার দিকে সিঅ্যান্ডবি-আশুলিয়া সড়কের কলমা এলাকার অরুণাপল্লি/ডেইরি ফার্মের গেটের সামনে পৌঁছালে অজ্ঞাত ব্যক্তি ডিবি পুলিশ পরিচয়ে তার গতিরোধ করে। 

এরপর তার বেতনের সম্পূর্ণ টাকা, অর্থাৎ ১ লাখ ৭৪ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

জানা যায়, ছিনতাইকারীরা চলে যাওয়ার আগে অটোরিকশা চালকের কাছে প্রায় ৬৮ হাজার টাকা ফেরত দিয়ে যায়। পুরো ঘটনাটি সিসিটিভি ক্যামেরায় ধারণ হয়েছে বলেও অভিযোগ সূত্রে জানা যায়।

সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) ফাইজুর খান অভিযোগের বিষয়টি নিশ্চিত করে বলেন, ছিনতাইকারীরা প্রায় ৬৮ হাজার টাকা ফেরত দিয়েছে বলে জানা গেছে। 

বিষয়টি নিয়ে সন্দেহ হচ্ছে। আসলে এটা ছিনতাই নাকি অন্য কোনো ঘটনা, তা তদন্ত করে নিশ্চিত হওয়া যাবে। আমরা তদন্ত করছি। পরে বিস্তারিত জানানো হবে।