ঢাকা সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫

ছিনতাইকারী সন্দেহে দুই যুবককে জনতার গণধোলাই

মেডিকেল প্রতিবেদক
প্রকাশিত: অক্টোবর ১৩, ২০২৫, ১২:২২ পিএম
ছবি- সংগৃহীত

রাজধানীর যাত্রাবাড়ীর কুতুবখালী এলাকায় ছিনতাইকারী সন্দেহে মো. তুহিন (২৬) ও আব্দুল হাকিম মিয়া (২৫) নামের দুই যুবককে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা।

সোমবার (১৩ অক্টোবর) ভোরে এ ঘটনার পর গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। সেখানে তারা চিকিৎসাধীন।

যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল করিম জানান, যাত্রাবাড়ীর কুতুবখালী মাদ্রাসা এলাকায় ভোরে ছিনতাই করার সময় স্থানীয় জনতা গণপিটুনি দিলে দুজন গুরুতর আহত হন। পরে খবর পেয়ে তাদের গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়। এ বিষয়ে যাত্রাবাড়ী থানায় আইনি প্রক্রিয়া চলমান।

তিনি আরও জানান, তুহিনের গ্রামের বাড়ি মুন্সীগঞ্জ সদরের উত্তর মহাখালী এলাকায়। তার বাবার নাম আনোয়ার হোসেন। হাকিমের গ্রামের বাড়ি নোয়াখালী জেলার দাগন ভূঁইয়া এলাকায়। তার বাবার নাম নূর নবী।