ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় দুইটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। জানা গেছে, ককটেলগুলো সোহরাওয়ার্দী উদ্যানের দিক থেকে নিক্ষেপ করা হয়।
বুধবার (১২ নভেম্বর) রাত প্রায় ৯টা ২০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের টিএসসি মেট্রো স্টেশনের নিচে পরপর দুইটি বিকট শব্দ শোনা যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, সোহরাওয়ার্দী উদ্যানের ভেতর থেকে কেউ রাস্তায় দুইটি ককটেল নিক্ষেপ করেন। তবে নিক্ষেপকারীর পরিচয় জানা যায়নি এবং তাকে ধরাও সম্ভব হয়নি।
ঘটনার পরপরই ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল বের করেন।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন