রাজধানীর কদমতলীর শনিরআখড়ায় একটি বাড়ি থেকে সামিয়া আক্তার দিয়া (১৫) নামে এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (৫ ডিসেম্বর) রাতের দিকে দরজা ভেঙ্গে ওই শিক্ষার্থীকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। তার আগেই সে মারা গেছে বলে জানায় কর্তব্যরত চিকিৎসক।
স্কুল শিক্ষার্থী সামিয়া ধনিয়া বর্ণমালা হাই স্কুলের নবম শ্রেণিতে পড়ত বলে জানিয়েছেন স্বজনেরা। সে কুমিল্লার চান্দিনা উপজেলার জরুমডা গ্রামের মো. আনোয়ার হোসেনের মেয়ে। বর্তমানে পরিবারের সঙ্গে রাজধানীর শনিরআখড়া এলাকার পলাশপুরের একটি বাসায় ভাড়া থাকত।
হাসপাতালে সামিরার ভাই নাজমুল বলেন, ‘গতকাল সন্ধ্যার পর সামিয়া বাথরুমে গিয়ে দরজা বন্ধ করে দেয়। বেশ কিছু সময় পার হলেও তার কোনো সাড়া-শব্দ না পেয়ে দরজা ভেঙে দেখি বাথরুমে কাপড় রাখার হ্যাঙ্গারের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ঝুলে আছে সামিয়া। পরে আমরা অচেতন অবস্থায় দ্রুত তাকে ঢাকা মেডিকেলে নিয়ে যাই। সেখানে পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসক জানান সামিয়া আর বেঁচে নেই।’
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে ওই শিক্ষার্থীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন