রাজধানীর যাত্রাবাড়ীর উত্তর বিবিরবাগিচা এলাকায় ডাকাতদের হামলায় মো. ইসমাইল খান (৮০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় তার স্ত্রী সালেহা বেগম (৭০) গুরুতর আহত হয়েছেন।
মঙ্গলবার (৮ জুলাই) ভোর ৪টার দিকে উত্তর বিবিরবাগিচার ইত্যাদি গলির ৭৬/২/ই নম্বর ভবনের দ্বিতীয় তলায় এই ঘটনা ঘটে।
পরিবারের সদস্যরা জানান, মুমূর্ষু অবস্থায় স্বামী-স্ত্রীকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে সকাল সাড়ে ৬টার দিকে কর্তব্যরত চিকিৎসক ইসমাইল খানকে মৃত ঘোষণা করেন।
নিহতের মেয়ে সালমা বেগম বলেন, ‘আমাদের পাঁচতলা বাড়িটির দ্বিতীয় তলায় বাবা-মা থাকেন। আমি রায়েরবাগে স্বামীর সঙ্গে থাকি। আজ ভোরে ডাকাত দল গ্রিল কেটে বাসায় ঢুকে লুটপাট চালায়। বাবা-মাকে মারধর করে। পরে বাবাকে বালিশচাপা দিয়ে শ্বাসরোধ করে অচেতন করে ফেলে। মা’কে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে। পরে খবর পেয়ে দ্রুত গিয়ে তাদের উদ্ধার করে ঢামেকে নিয়ে যাই।’
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ওই বৃদ্ধের মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সম্পর্কে যাত্রাবাড়ী থানা পুলিশ অবগত।