ঢাকার কেরানীগঞ্জে সিএনজি অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত এবং চারজন আহত হয়েছেন। সোমবার (২২ সেপ্টেম্বর) রাত আড়াইটার দিকে কেরানীগঞ্জের নারিকেলবাগ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- নয়ন (২৫) ও খাইরুল ইসলাম (৩৮)। আহতদের মধ্যে রয়েছেন শামসুল হক (৭৮), স্বর্ণা (১৯), তারেক (২৯) এবং একজন অজ্ঞাতনামা ব্যক্তি (২৬)। সবাইকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক নয়ন ও খাইরুলকে মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনার প্রত্যক্ষদর্শী ও আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া পথচারী রাব্বি জানান, মধ্যরাতে নারিকেলবাগ এলাকায় দ্রুতগামী মোটরসাইকেল ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ছয়জন গুরুতর আহত হন।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্প ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, ‘নিহত নয়নের বাড়ি কেরানীগঞ্জ থানার সোনাকান্দা গ্রামে। তার বাবার নাম আনু মিয়া। এ ছাড়া নিহত খাইরুল ইসলাম মো. ইউনুসের ছেলে এবং তিনিও কেরানীগঞ্জ এলাকার বাসিন্দা।
আহত শামসুল হকের বাড়ি কেরানীগঞ্জের কামার্তা গ্রামে, তিনি মৃত রিয়াজ উদ্দিনের ছেলে। আহত স্বর্ণার বাড়ি পিরোজপুর জেলার স্বরূপকাঠি থানার দিলবাড়ি গ্রামে। তার বাবার নাম মো. সিবরুল হোসেন।