ঢাকা মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫

বাসার ছাদে খেলার সময় পা পিছলে পড়ে প্রাণ গেল শিশুর

মেডিকেল প্রতিবেদক
প্রকাশিত: অক্টোবর ২৮, ২০২৫, ০৫:৩৫ পিএম
ঢাকা মেডিকেল কলেজের ভবন। ছবি- সংগৃহীত

রাজধানীর হাজারীবাগে বাসার ছাদে খেলার সময় ওপর থেকে পড়ে অর্কিত রাজবংশী (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে এই ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে বিকেল সাড়ে তিনটার দিকে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

নিহত শিশু অর্কিত ১২০ নম্বর হাজারীবাগ এলাকার ভাগলপুর লেনের বাসিন্দা রানা রাজবংশীর একমাত্র ছেলে।

নিহতের মা অন্তরা রাজবংশী জানান, ‘আমার ছেলে বাসার ৬ তলার ছাদে খেলার সময় অসাবধানতাবশত পা পিছলে ওপর থেকে নিচে পড়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় ছেলেকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে এলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।’

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।