রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন কেন্দ্রে সম্প্রতি অগ্নিকাণ্ডের শিকার ৪২টি লুসাই ও ত্রিপুরা পরিবারের পাশে দাঁড়িয়েছে বিজিবি।
বৃহস্পতিবার (১৩ মার্চ) বিজিবির খাগড়াছড়ি সেক্টরের সার্বিক তত্ত্বাবধানে এবং মারিশ্যা (২৭ বিজিবি) ও বাঘাইহাট (৫৪ বিজিবি) ব্যাটালিয়নের যৌথ উদ্যোগে সাজেকের রুইলুই পাড়া ত্রিপুরা কমিউনিটি সেন্টারের সামনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে গৃহস্থালি সামগ্রী এবং আর্থিক অনুদান প্রদান করা হয়।
বিজিবির খাগড়াছড়ি সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল আব্দুল মোত্তাকিম ক্ষতিগ্রস্তদের হাতে বিভিন্ন গৃহস্থালি সামগ্রী যেমন থালা, বাটি, গ্লাস, কলসি, মগসহ অন্যান্য তৈজসপত্র এবং আর্থিক সহায়তা তুলে দেন।
এ সময় সেক্টর কমান্ডার বলেন, গত ২৪ ফেব্রুয়ারি সাজেকে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪২টি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। তাদের জানমালের নিরাপত্তার পাশাপাশি বিজিবি তাদের সাহায্যে এগিয়ে এসেছে এবং আগামীতেও এই ধরনের সহায়তা অব্যাহত থাকবে।
অনুষ্ঠানে মারিশ্যা ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. জাহিদুল ইসলাম জাহিদ এবং বাঘাইহাট ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মুহিউদ্দিন ফারুকীসহ অন্যান্য বিজিবি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :