ঢাকা শনিবার, ০৩ মে, ২০২৫

এসকে সুরের বাড়িতে অভিযানে দুদক, ১৭ লাখ টাকা উদ্ধার

রূপালী ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ১৯, ২০২৫, ০৩:৩৫ পিএম
ছবি: সংগৃহীত

বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর সিতাংশু কুমার (এসকে) সুর চৌধুরীর ধানমন্ডির বাসায় দুর্নীতি দমন কমিশন (দুদক) অভিযান চালিয়েছে।

রোববার (১৯ জানুয়ারি) দুপুর ৩টা পর্যন্ত অভিযানে তার বাসা থেকে ১৭ লাখ টাকা উদ্ধার করা হয়েছে। দুদক পরিচালক মো. সাইমুজ্জামানের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হচ্ছে।

দুদকের মামলায় জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন এবং সম্পদের তথ্য গোপন করার অভিযোগে গত মঙ্গলবার (১৪ জানুয়ারি) বিকেলে সুর চৌধুরীকে গ্রেপ্তার করা হয়। গত ২৩ ডিসেম্বর সম্পদের বিবরণী দাখিল না করার অভিযোগে মামলাটি দায়ের করা হয় বলে জানান দুদকের উপপরিচালক (জনসংযোগ) মো. আকতারুল ইসলাম। এ মামলার অন্য আসামিরা হচ্ছেন- এসকে সুরের স্ত্রী সুপর্ণা সুর চৌধুরী এবং মেয়ে নন্দিতা সুর চৌধুরী।

কেন্দ্রীয় ব্যাংকের ডেপুটি গভর্নর থাকাকালীন সময়ে এসকে সুরের বিরুদ্ধে অর্থপাচারে সহযোগিতার অভিযোগ রয়েছে। বিশেষ করে, আলোচিত এনআরবি গ্লোবাল ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক প্রশান্ত কুমার হালদারের (পি কে হালদার) ঋণ কেলেঙ্কারির ঘটনায় তিনি সহযোগিতা করেছিলেন এবং লাভবান হয়েছেন, কয়েকজন আসামির জবানবন্দিতে এমন তথ্য উঠে এসেছে।

এর আগে, গত আগস্টে এসকে সুরের পরিবারের সব আর্থিক লেনদেনের তথ্য চেয়ে ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানগুলোতে চিঠি পাঠায় দুদক। পি কে হালদারের আর্থিক কেলেঙ্কারির ঘটনা সামনে আসার পর ২০২২ সালে এসকে সুরসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে দুদক। ওই বছরের ২৯ মার্চ তাকে দুদকে তলব করে জিজ্ঞাসাবাদ করা হয়। আইএলএফএসএল (ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড) থেকে আড়াই হাজার কোটি টাকার বেশি অর্থ লুটপাটের ঘটনায় তাকে প্রশ্ন করা হয়েছিল।

২০১৮ সালের জানুয়ারিতে তিনি ডেপুটি গভর্নরের পদ থেকে অবসরে যান এবং পরে বাংলাদেশ ব্যাংকের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন।