নিষিদ্ধ ঘোষিত কার্যক্রমে জড়িত থাকার অভিযোগে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ১৬ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। শনিবার (২ আগস্ট) রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
রোববার (৩ আগস্ট) সকালে ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।
ডিএমপির পাঠানো এক খুদে বার্তায় জানানো হয়, গোয়েন্দা পুলিশের (ডিবি) দল রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ১৬ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে।
তবে গ্রেপ্তারকৃতদের নাম-পরিচয় বা বিস্তারিত তথ্য এখনো প্রকাশ করা হয়নি।
পুলিশ জানায়, তারা নিষিদ্ধ কার্যক্রমে জড়িত ছিলেন এমন অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়েছে। এ বিষয়ে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।