ঢাকা শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫

কারওয়ান বাজারে ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে টাকা ছিনিয়ে নিল ছিনতাইকারীরা

রূপালী ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ২৮, ২০২৫, ০১:৪০ এএম

রাজধানীর কারওয়ান বাজারে লিটন মিয়া (৪৫) নামে এক কাঁচামাল ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে নগদ টাকা ও মোবাইল ছিনিয়ে নিয়েছে ৩ ছিনতাইকারী।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাতে আম্বর শাহ জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।

লিটন মিয়া পরিবারের সঙ্গে তেজতুরি বাজারের কাজীপাড়া এলাকায় থাকেন। তিনি কারওয়ান বাজার থেকে কাঁচামাল সংগ্রহ করে ওই এলাকার ফুটপাতে বিক্রি করেন। 

তার স্ত্রী ইয়াসমিন বেগম জানান, রাতের দিকে তিনি ফোনে জানতে পারেন যে তিনজন ছিনতাইকারী লিটন মিয়ার পথরোধ ধারালো অস্ত্র দিয়ে লিটনের মাথায় আঘাত করেন। এরপর তারা ৩৩ হাজার টাকা ও একটি মুঠোফোন ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা লিটন মিয়াকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যান। 

ঢামেক পুলিশ ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত পরিদর্শক মো. ফারুক জানান, আহত ব্যবসায়ীকে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।

তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোবারক হোসেন বলেন, ঘটনাটি সম্পর্কে শুনেছি। এ সম্পর্কে তারা খোঁজ নিচ্ছি।