সাবেক সচিব আবু আলম মোহাম্মদ শহীদ খানকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। রাজধানীর শাহবাগ থানায় দায়ের করা মামলায় ইস্কাটন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
ডিএমপির উপপুলিশ কমিশনার (মিডিয়া) মোহাম্মদ তালেবুর রহমান সোমবার (০৮ সেপ্টেম্বর) দুপুরে গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।
এ ছাড়া রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আওয়ামী লীগের ঝটিকা মিছিলে অংশগ্রহণকারী পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।
তালেবুর রহমান জানান, শাহবাগ থানায় দায়ের করা মামলায় আওয়ামী লীগের ওই নেতাকর্মীদের বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী কার্যক্রম, জনশৃঙ্খলা বিনষ্টের ষড়যন্ত্র এবং বেআইনি সমাবেশে অংশগ্রহণের অভিযোগ রয়েছে।
পুলিশের প্রাথমিক তদন্ত অনুযায়ী, এই ষড়যন্ত্রের সঙ্গে ‘মঞ্চ-৭১’ নামের একটি সাংস্কৃতিক প্ল্যাটফর্মের সংশ্লিষ্টতা রয়েছে। এরইমধ্যে প্ল্যাটফর্মটি গোয়েন্দা নজরদারির আওতায় আনা হয়েছে।
১৯৯৬ সালে তৎকালীন বিএনপি সরকারের শেষ সময়ে সরকারি আমলাদের নিয়ে তৈরি সরকারবিরোধী প্ল্যাটফর্ম ‘জনতার মঞ্চ’-এর অন্যতম সংগঠক ছিলেন আবু আলম শহীদ খান। পরবর্তীতে আওয়ামী লীগ ক্ষমতায় আসলে তিনি ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত শেখ হাসিনার উপ-প্রেস সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। এরপর ২০০১ সালে তিনি ওএসডি হন। তারপর ২০০৮ সালে আওয়ামী লীগ ফের ক্ষমতায় এলে তিনি জ্যেষ্ঠ সচিব হিসেবে নিয়োগ পান। সবশেষ ২০১৫ সালে অবসরে যান তিনি।
এদিকে গত সপ্তাহে ঢাকায় ‘৭১ মঞ্চ’ নামে নতুন একটি প্ল্যাটফর্ম তৈরি হয়। এর পেছনে আবু আলম শহীদ খানের সংশ্লিষ্ঠতার অভিযোগ রয়েছে। এই মঞ্চের উদ্যোগে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে একটি গোলটেবিল বৈঠক আয়োজন করা হয়েছিল। ওই গোলটেবিল বৈঠকে জুলাই অভ্যুত্থান এবং সরকারবিরোধী বক্তব্য ও জয় বাংলা স্লোগান দেওয়ার ভিডিও ভাইরাল হয়।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন