রাজধানীর মোহাম্মদপুরে পূর্ব শত্রুতার জেরে সন্ত্রাসীদের হামলায় বাবা-ছেলেকে কুপিয়ে জখম করা হয়েছে। পরে হাসপাতালে নেওয়ার পর ছেলে বাবুকে (২৬) মৃত ঘোষণা করেন চিকিৎসক।
গুরুতর আহত বাবা কাশেম সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনাটি ঘটে সোমবার (২৪ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে মোহাম্মদপুরের ঢাকা উদ্যান তিন নম্বর রোডের ডি ব্লকে।
নিহত বাবুর ফুফু আখতারী বেগম জানান, টাকা-পয়সা নিয়ে সন্ধ্যায় ঢাকা উদ্যান ৪ নম্বর রোডে রাজীবের সঙ্গে হাতাহাতিতে জড়ান কাশেম।
পরে রাত সাড়ে ৮টার দিকে কাশেমের বাসার সামনে ৪ নম্বর রোডে গিয়ে এলোপাতাড়ি কুপিয়ে বাবা-ছেলেকে জখম করে রাজিব, সবুজ, রুবেল, মোহনসহ আরও অজ্ঞাত কয়েকজন।
স্থানীয়রা গুরুতর অবস্থায় দুজনকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে বাবুর মৃত্যু হয়।
মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করে বলেন, ঢাকা উদ্যান তিন নম্বর রোডের ডি ব্লকে হামলার ঘটনায় বাবা-ছেলেকে কুপিয়ে জখম করা হয়েছে। বাবু হাসপাতালে মারা গেছে এবং কাশেম গুরুতর আহত। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন