ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বুথে বন্যার্তদের সহায়তায় ত্রাণ দিয়েছে সংখ্যালঘু অধিকার আন্দোলনের প্রতিনিধিরা। বিভিন্ন মন্দির ও দর্শনার্থীদের থেকে ২৫ হাজার টাকা সংগ্রহ করে প্রয়োজনীয় দ্রব্য-সামগ্রী কিনে দিয়েছে তারা।
শুক্রবার (২২ আগস্ট) রাত ৮টায় ত্রাণ দেওয়া শেষে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতিতে এক সংক্ষিপ্ত সংবাদ সম্মেলন করেন প্রতিনিধিরা।
সংখ্যালঘু অধিকার আন্দোলনের প্রতিনিধি অর্থী দে বলেন, দেশের ক্রান্তিলগ্নে বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর জন্যই আমরা অংশগ্রহণ করেছি। মানুষের ত্রাণ দেওয়ার পর যে জিনিসগুলোর ঘাটতি রয়েছে, সমন্বয়কদের সাথে কথা বলে আমরা তার একটা তালিকা নিয়েছি। বস্তা, শিশুদের খাদ্য, ওষধ, রশিসহ কিছু জিনিস কিনে দিয়েছি। আমাদের ত্রাণ কার্যক্রম চলমান থাকবে।
আরেক প্রতিনিধি সুস্মিতা কর বলেন, ইতোমধ্যে আমার বিভিন্ন জেলা ও বিশ্ববিদ্যালয়ের হিন্দুদের সাথে যোগাযোগ করছি। সবার সাথে সমম্বয় করে আমরা কাজ করব।
সমন্বয়ক লুৎফর রহমান বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হিন্দুদের অবদান অনেক। মুসলমানদের পাশাপাশি হিন্দুদের অনেকেও শহীদ হয়েছেন। হিন্দুদের প্রতিনিধিরা যেভাবে গণত্রাণ কর্মসূচিতে অংশ নিয়েছেন, তা একটি ইতিবাচক বাংলাদেশের প্রতিচ্ছবি।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন