ছোট পর্দার এ সময়ের ব্যস্ত নির্মাতা জিয়াউদ্দিন আলম। ফটোসাংবাদিকতার মাধ্যমে ক্যারিয়ার শুরু করে থিতু হয়েছেন নির্মাণে। বেশ কয়েক বছর ধরে নিয়মিত নাটক নির্মাণ করছেন তিনি। গীতিকার ও সুরকার হিসেবেও তার অসংখ্য গান প্রকাশিত হয়েছে। এক যুগের বেশি সময় ধরে শোবিজে কাজ করে নিজের অবস্থান পাকাপোক্ত করেছেন জিয়াউদ্দিন আলম। তৈরি করেছেন প্রযোজনা প্রতিষ্ঠান জিসান মাল্টিমিডিয়া।
দীর্ঘদিন ধরে নাটক নির্মাণ করলেও নামের আগে ‘জিয়া’ থাকায় বাংলাদেশ টেলিভিশনে নাটক জমা দিয়েও বাদ পড়েছেন বলে আক্ষেপ জানিয়েছেন এই নির্মাতা।
জিয়াউদ্দিন আলম রূপালী বাংলাদেশকে বলেন, ‘জিয়া নাম থাকায় বিটিভির নাটক করতে পারিনি গত ১৫ বছর। নাটক বানিয়ে জমা দিয়েছি কিন্তু আমার নাটক বাদ দেওয়া হয়েছে। কারণ নামের সঙ্গে ‘জিয়া’ আছে। তারেক জিয়ার নামের সঙ্গে মিল খুঁজে আমার নাটক বাদ দেওয়া হয়। অন্য কারণ ছিল না। ফ্যাসিস্ট হাসিনার সুবিধাভোগীরা আমার নাটক বাদ দেয়। ছাত্র–জনতার অভ্যুত্থাণে স্বৈরাচার শেখ হাসিনা বিদায় নিলেও এখনো তার দোসরা বিটিভি বিভিন্ন পদ আঁকড়ে আছেন। বর্তমান সরকারকে বিটিভি স্বৈরাচার মুক্ত করতে হবে।’
যোগ করে তিনি বলেন, ‘নির্মাতারা স্বাধীন। তার ক্যামেরায় উঠে আসে সমাজের বিভিন্ন চিত্র। কারো যদি রাজনৈতিক পরিচয় থাকে সেটি আলাদা বিষয়। এটি নির্মাণের সঙ্গে জড়িত নয়। কারো নামের সঙ্গে মিল থাকতেই পারে তাই বলে তাকে ‘কালো তালিকায়’ রাখা তো ঠিক নয়। এগুলো ক্ষমতার অপব্যবহার।’
বর্তমানে জিয়াউদ্দিন আলমের নির্মিত প্রচারের অপেক্ষায় আছে ‘স্মার্ট হাসব্যান্ড’, ‘গুজববাজ’ ও ‘অপবাদ’ নামের নাটকগুলো। শিগগিরই নাটক তিনটি প্রচারে আসবে বলে জানিয়েছেন তিনি। শিগগিরই শুরু করবেন নতুন দুটি ধারাবাহিকের কাজ। আগামী বছর সিনেমা নির্মাণ শুরু করবেন বলে জানান আলম।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন