চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা আজ বৃহস্পতিবার (১০ এপ্রিল) থেকে সারা দেশে একযোগে শুরু হচ্ছে। প্রথম দিনে অনুষ্ঠিত হবে বাংলা প্রথম পত্রের পরীক্ষা। ১১টি শিক্ষা বোর্ডের আওতায় দেশের ৩০ হাজার ৪৫টি স্কুল ও মাদ্রাসা থেকে মোট ১৯ লাখ ২৮ হাজার ৯৭০ জন শিক্ষার্থী এবারের পরীক্ষায় অংশ নিচ্ছে।
এই পরীক্ষা দেশের ৩ হাজার ৭১৫টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে এবং চলবে ১৩ মে পর্যন্ত।
বোর্ডভিত্তিক পরীক্ষার্থীর সংখ্যা:
সাধারণ ৯ বোর্ড: ১৪ লাখ ৯০ হাজার ৯৩১ জন
ছাত্র: ৭ লাখ ১ হাজার ৯৫৩ জন
ছাত্রী: ৭ লাখ ৮৮ হাজার ৯৭৮ জন
মাদ্রাসা শিক্ষা বোর্ড: ২ লাখ ৯৪ হাজার ৭২৬ জন
ছাত্র: ১ লাখ ৫০ হাজার ৮৯৩ জন
ছাত্রী: ১ লাখ ৪৩ হাজার ৮৩৩ জন
কারিগরি শিক্ষা বোর্ড: ১ লাখ ৪৩ হাজার ৩১৩ জন
ছাত্র: ১ লাখ ৮ হাজার ৩৮৫ জন
ছাত্রী: ৩৪ হাজার ৯২৮ জন
পরিসংখ্যান বলছে, গত বছরের তুলনায় এবার পরীক্ষার্থী কমেছে ৯৫ হাজার ২২২ জন। শুধু তাই নয়, গত পাঁচ বছরের তুলনায় এটিই সবচেয়ে কম পরীক্ষার্থীর সংখ্যা।
গত কয়েক বছরের পরীক্ষার্থী সংখ্যা
২০২৪: ২০ লাখ ২৪ হাজার ১৯২ জন
২০২৩: ২০ লাখ ৭২ হাজার ১৬৩ জন
২০২২: ১৯ লাখ ৯৪ হাজার ১৩৭ জন
২০২১: ২২ লাখ ৪০ হাজার ৩৯৫ জন
বিশেষজ্ঞরা বলছেন, রেজিস্ট্রেশন করা সব শিক্ষার্থীই বোর্ড পরীক্ষায় অংশ নেয় না, এটি স্বাভাবিক প্রক্রিয়া। কেউ কেউ দারিদ্র্য, বাল্যবিয়ে, অসুস্থতা বা টেস্টে খারাপ করায় অংশ নিতে পারে না। তারা পরে অনিয়মিত হিসেবে পরীক্ষায় অংশ নেয়।
আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মাদ ফেরদাউস জানান, পরীক্ষার আগে অনেক শিক্ষার্থী নানা কারণে বাদ পড়ে।
ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাজেদা বেগম বলেন, পরীক্ষার্থীর সংখ্যায় ওঠানামা স্বাভাবিক বিষয়।
তবে অনেক প্রতিষ্ঠানপ্রধান মনে করছেন, শিক্ষার্থীদের ঝরে পড়া এখনো পুরোপুরি রোধ হয়নি। একসময় উপবৃত্তি কার্যক্রমে অংশগ্রহণ বাড়লেও বর্তমানে তা আর তেমন কার্যকর নয়। পাশাপাশি করোনার প্রভাবে অনেক শিক্ষার্থী সাধারণ শিক্ষাধারা ছেড়ে কওমি মাদ্রাসা বা হাফেজি পড়ায় চলে গেছে, যার প্রভাব পরীক্ষার্থী সংখ্যায় পড়েছে।
এবার প্রশ্নফাঁসমুক্ত পরিবেশে পরীক্ষা নিতে শিক্ষা মন্ত্রণালয় নানা পদক্ষেপ নিয়েছে। গ্রীষ্মের ভ্যাপসা গরমে পরীক্ষাকেন্দ্রগুলোতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহে বিদ্যুৎ বিভাগকে চিঠি দেওয়া হয়েছে।
ঢাকা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক এস এম কামাল উদ্দিন হায়দার জানিয়েছেন, পরীক্ষার সময় প্রতিটি কেন্দ্রের আশপাশের ২০০ গজ এলাকায় ১৪৪ ধারা জারি থাকবে। কেন্দ্রভেদে এই দূরত্ব কিছুটা কমবেশি হতে পারে।
ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) ঘোষণা দিয়েছে, রাজধানীর এসএসসি পরীক্ষা কেন্দ্রগুলোর ২০০ গজের মধ্যে পরীক্ষার্থী এবং সংশ্লিষ্ট ব্যক্তি ছাড়া কারও প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ। গতকাল ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জারি করা হয়।
পরীক্ষার সময় শিক্ষার্থী, অভিভাবক ও কর্তৃপক্ষ সবাইকে সচেতন থেকে সহযোগিতা করতে বলা হয়েছে।

 
                             
                                    

 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন