ঢাকা রবিবার, ০৬ জুলাই, ২০২৫

ভাটারার বাসায় মিলল অজ্ঞাতনামা নারীর মরদেহ, কথিত স্বামী পলাতক

মাসুদ রানা
প্রকাশিত: জুলাই ৬, ২০২৫, ০৩:১৫ পিএম
অজ্ঞাতনামা নারীর মরদেহ উদ্ধার। ছবি-সংগৃহীত

রাজধানীর ভাটারা থানার খিলবাড়িরটেক এলাকার একটি বাসা থেকে অজ্ঞত (২২) এক নারীর মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে বালিশ চাপা দিয়ে শ্বাসরুদ্ধ করে তাকে হত্যা করা হয়েছে। 

রোববার (৬ জুলাই) দুপুরের দিকে বিষয়টি রূপালী বাংলাদেশকে নিশ্চিত করেন ভাটারা থানার উপ-পরিদর্শক (এসআই)সাজ্জাদ হোসেন সজিব।

তিনি জানান, গতকাল রাত সাড়ে নয়টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলের বাড়ির চতুর্থ তলার একটি বেডরুম থেকে অজ্ঞাতনামা ওই নারীকে অচেতন অবস্থায় উদ্ধার করি। পরের দ্রুত তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক জানান ওই নারীটি আর বেঁচে নেই।এই ঘটনার পর থেকে ওই নারীর কথিত স্বামী পলত্যাগ করেছেন। 

ওই কর্মকর্তা আরও জানান ,প্রাথমিকভাবে আমরা ধারণা করছি ওই নারীকে বালিশ চাপা দিয়ে শ্বাসরুদ্ধ করে হত্যা করা হয়েছে। সম্পূর্ণ নিশ্চিত না হলেও ওই নারীর নাম তামান্না বলে আমরা জানতে পেরেছি। তবুও প্রযুক্তির সহায়তায় তার নাম পরিচয় জানার চেষ্টা চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

বাড়ির মালিক জনৈক পাপ্পনা জানান, গত চার তারিখে স্বামী-স্ত্রী পরিচয় দিয়ে আমার বাড়ির চারতলার একটি ফ্ল্যাট ভাড়া নেন ওই দম্পতি। গতকাল রাত সাড়ে নয়টার দিকে তাদের কোন সাড়াশব্দ না পেয়ে কাছে গিয়ে দেখি ঘরের দরজা খোলা এবং বিছানার উপর ওই নারীর অজ্ঞাত অচেতন দেহটি পড়ে আছে। পরে আমরা বিষয়টি ভাটারা থানা পুলিশকে জানাই।