ঢাকা সোমবার, ০৭ জুলাই, ২০২৫

‘নির্বাচনব্যবস্থাকে টেস্ট করার জন্য স্থানীয় নির্বাচন আগে দিতে হবে’

রূপালী ডেস্ক
প্রকাশিত: জুলাই ৬, ২০২৫, ০২:৩৬ পিএম
আশুরা উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য দেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির মুজিবুর রহমান। ছবি- সংগৃহীত

নির্বাচন ব্যবস্থাকে টেস্ট করার জন্য স্থানীয় নির্বাচন আগে দেওয়ার দাবি জানিয়েছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির মুজিবুর রহমান।

রোববার (৬ জুলাই) সকালে রাজধানীর পুরানা পল্টনে পবিত্র আশুরা উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

স্থানীয় নির্বাচন আগে হওয়া কেন দরকার, সেই যুক্তি তুলে ধরে তিনি বলেন, ‘রেলগাড়ি চলে রেললাইন দিয়ে। রেললাইন যদি খারাপ হয়ে যায়, ইঞ্জিন কিন্তু আগে থাকে না—কিছু মালগাড়ি থাকে, যাতে কোনো দুর্ঘটনা যদি ঘটে যায় তাতে ইঞ্জিনের ওপর আঘাত না আসে। ইঞ্জিন হচ্ছে ভাইটাল জিনিস, জাতীয় সংসদ হচ্ছে সবচেয়ে ভাইটাল জিনিস। এটার ক্ষতি হলে পুরো জাতি ক্ষতিগ্রস্ত হবে।’

জামায়াতের নায়েবে আমির বলেন, ‘স্থানীয় নির্বাচন যদি গোলমেলে হয় তাতে জাতির উল্টাপাল্টা কিছু হবে না। নির্বাচন ব্যবস্থাকে টেস্ট করার জন্য, পরীক্ষা করার জন্য যে তারা কেমন নির্বাচন করবে, সে জন্য জাতীয় সংসদের আগে অবশ্যই স্থানীয় নির্বাচন হতে হবে।’

মুজিবুর রহমান বলেন, ‘অপরাধীদের বিচার করতে হবে। যাদের এখনো বিচার হয়নি, দ্রুত গতিতে তাদের বিচার করতে হবে। বিচারের সঙ্গ সঙ্গে সংস্কারের কাজগুলো করতে হবে।’

তিনি বলেন, ‘যাদের চরিত্র গণতন্ত্রবিরোধী, আগের সরকারের পদলেহন করেছে যারা, তারা যতদিন এখান থেকে সরে না দাঁড়াবে, ততদিন এই বাংলাদেশে সত্যিকার গণতন্ত্র প্রতিষ্ঠা পাবে না। বাংলাদেশে কোনো ধরনের অন্যায় নির্যাতন আমরা সহ্য করব না। এখানে কোনো চাঁদাবাজ, টেন্ডারবাজের জায়গা হবে না।’

আলোচনা সভায় সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মো. নূরুল ইসলাম বুলবুল।

এ সময় উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট হেলাল উদ্দিন, কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য আব্দুল মান্নান প্রমুখ।