ঢাকা সোমবার, ০৭ জুলাই, ২০২৫

আবর্জনার স্তূপে পোড়ানো হলো ভারতের পতাকা

রূপালী ডেস্ক
প্রকাশিত: জুলাই ৬, ২০২৫, ০২:২৭ পিএম
ভারতে আবর্জনার স্তূপে পোড়ানো হচ্ছে দেশটির পতাকা।

ভারতের মধ্যপ্রদেশের রাজধানী ভোপালে আবর্জনার স্তূপে দেশটির জাতীয় পতাকা পোড়ানোর ঘটনা ঘটেছে। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ হওয়ায় ব্যাপক ক্ষোভ তৈরি হয়েছে। 

শনিবার (৫ জুলাই) রাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

প্রতিবেদনে এনডিটিভি জানায়, ঘটনাটি ঘটেছে শহর পরিচালনা সংস্থার নির্ধারিত আবর্জনা ফেলার স্থানে। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, কয়েকটি তেরঙ্গা (ভারতের জাতীয় পতাকা) আবর্জনার স্তূপের মধ্যে পুড়ছে। ভিডিওটি ছড়িয়ে পড়ার পরই ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয় এবং প্রশাসনের নজরে আসে।

কংগ্রেস নেতা বিবেক ত্রিপাঠী জানান, ঘটনাটি ঘটেছে ওয়ার্ড ৫০-এর অফিসের পাশে একটি নির্দিষ্ট জায়গায়, যেখানে নিয়মিতভাবে আবর্জনা পোড়ানো হয়। সেখানেই দেখা গেছে, একাধিক জাতীয় পতাকা পোড়ানো হচ্ছে। এই ঘটনার জন্য পৌরসংস্থার কর্মীরা দায়ী। 

শাহপুরা থানার উপ-পরিদর্শক হরিশ গুজারবোস জানিয়েছেন, অভিযুক্তদের চিহ্নিত করতে ঘটনাস্থলের সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। এ পর্যন্ত জাতীয় পতাকা পোড়ানোর ঘটনায় দুটি অভিযোগ দায়ের হয়েছে বলে তিনি জানান।