জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন মো. রিয়াজুল ইসলাম। তিনি বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
সোমবার (৭ জুলাই) অনুষ্ঠিত সংগঠনের সদস্য সমাবেশে সরাসরি ভোটের মাধ্যমে সভাপতি নির্বাচিত হন তিনি। একই সমাবেশে সদস্যদের পরামর্শক্রমে সেক্রেটারি মনোনীত হন আব্দুল আলিম আরিফ এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পান মোহাম্মদ জাহেদ।
নতুন সেক্রেটারি আরিফ ভূমি ও আইন প্রশাসন বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং সাংগঠনিক সম্পাদক জাহেদ ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষে অধ্যয়নরত।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সদ্য সাবেক সভাপতি আসাদুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন। একইসঙ্গে সংগঠনটির অফিসিয়াল ফেসবুক পেজেও নতুন কমিটির বিষয়টি প্রকাশ করা হয়।
নবনির্বাচিত নেতারা বলেন, ‘আমরা শিক্ষাঙ্গনে আদর্শ, শৃঙ্খলা ও ছাত্রসমাজের কল্যাণে ভূমিকা রাখার চেষ্টা করব।’
আপনার মতামত লিখুন :